আমাদের কথা খুঁজে নিন

   

লাগাতার বৃষ্টিতে সয়লাব শ্রীলংকা !

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

(ছবিটি বৃষ্টিরপানিতে সয়লাব পার্লামেন্ট কম্প্লেক্স-এর) এমন বৃষ্টি বিগত ২০ বছরেও হয়নি বলে বলছেন স্থানীয়রা। বিগত ১ মাস ধরে এক নাগারে বৃষ্টি চলছে তো চলছেই। তবে এ সপ্তাহের পরিস্থিতি ছিল আসলেই ভয়াবহ।

একে ইংরেজিতে Cats and Dogs Rain না বলে বরং Tigers and Lions Rain বলাই হবে শ্রেয়। যে কলম্বোতে কখনোই পানি জমে না সেখানে অনেক রাজপথ চলে যায় পানির তলায়। এয়ারপোর্ট রোডে পানি এতোই বেশী জমেছিল যে গাড়ীগুলো কেবল একটি লেন ধরে ধীরগতিতে কোন রকমে চলতে পেরেছে। সব চেয়ে অবাক করা যে ব্যাপারটি ঘটেছে তা হল পার্লামেন্ট কম্প্লেক্সে পানি জমে যাওয়া গতকাল ১৬ মে অধিবেশন পর্যন্ত মুলতবী করতে হয়েছে। ২০ মে তারিখে গল ফেস গ্রীনে এলটিটিই এর বিরুদ্ধে বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে যে সামরিক প্যারেড হবার কথা ছিল তাও স্থগিত করা হয়েছে।

বজ্রপাতের কারণে মানুষ মারা যাবার ঘটনাও ঘটেছে। ভয়াবহ বৃষ্টির কারণে ৯ টি জেলায় বন্যা দেখা দিয়েছে। তিনটি প্রদেশের মোট ২,৬৭,৫০৫ জন লোক আর ৫৮,২৮৮ টি পরিবার বন্যার শিকার হয়েছে। বৃষ্টি সৃষ্ট বন্যায় ইতোমধ্যেই ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৭ টি আশ্রয় শিবির খোলা হয়েছে যেখানে বর্তমানে ১,২০২ টি পরিবার আশ্রয় নিয়েছে।

সব চেয়ে বেশী আক্রান্ত কলম্বো জেলায় ১,১৯,৭৩৬ জন লোক এবং ২২,৫০৪ টি পরিবার বন্যার শিকার হয়েছে। রাজধানী ও এর আশেপাশের অনেক সড়ক পানির নীচে তলিয়ে যাওয়া দু’দিন ধরে কলম্বোতে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। এতোক্ষণ এই কথাগুলো বললাম এই কারণে যে এখন শ্রীলংকায় বর্ষাকাল নয়। বর্ষাকাল আসবে নভেম্বরের শেষে। তখন বৃষ্টি হলে অবাক হতাম না।

অন্যদিকে আমার প্রিয় বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না অনেক দিন। সাইক্লোন লায়লার প্রভাব শ্রীলংকাতে পড়বে বলে বলা হয়েছে। জানি না এবার বাংলাদেশের কপালে কি আছে। বাংলাদেশে গাছ নেই বললেই চলে। আর এখানে কত যে গাছ।

এখানকার মানুষ প্রাণী হত্যা যেমন পছন্দ করে না তেমনি গাছ কাটার মতো খারাপ কাজও তারা সহজে করে না। আর গাছ কাটতে চাইলে সরকারের অনুমতি লাগে। ভূমি ধ্বসে ১৫/১৬ জন লোক মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.