আমাদের কথা খুঁজে নিন

   

রাবিতে শুরু হলো লাগাতার ধর্মঘট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন খাতে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে শিক্ষার্থীদের ডাকে আজ শনিবার থেকে শুরু হয়েছে লাগাতার ধর্মঘট।

সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করতে সকাল পৌনে ৮টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে ছাত্রীরা বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকোর্সবিরোধী মিছিল নিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করেন। একই সময়ে ছাত্র হলগুলো থেকে প্রায় দেড় হাজার ছাত্র মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে এসে পুনরায় ক্যম্পাসে অবস্থান নিয়েছেন।

এদিকে, ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাসে যে কোনো ধরনের বিশৃংখলা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ-সমাবেশ, প্রশাসন ভবন অবরোধ ও ধর্মঘট কর্মসূচি পালন করছেন ‘বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে রাবির শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠকের পরেও বৈঠক ফলপ্রসূ না হওয়ায় শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের ডাক দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.