নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই আগে ভেজাল লাগতো হরতালের দিন। এখন দেখি গাড়ী ভাংচুর থেকে শুরু করে জালাওপোড়াও শুরু হয় হরতালের আগের দিন থেকে। অর্থাত এমনিতেই অতিরিক্ত ১দিন যোগ হয়ে যায় হরতালের সাথে।
আমরা বাংলাদেশীরা অসীম ধৈর্যের মানুষ। আমাদের চড় মারেন, কিল মারেন, মারেন কাটেন কোনো কিছুতেই আমাদের আপত্তি নাই, রা নাই, প্রতিবাদ নাই।
আপনারা যারা হরতাল দিচ্ছেন তারা দিনে দিনে আলাদা করে হরতাল দেবার দরকার নাই। লাগাতার হরতাল দেন। ৭১ আমরা যেমন যুদ্ধের মধ্যেই বেচে ছিলাম, তার মধ্যেই বাজার করেছি, খেয়েছি, বিয়ে করেছি, বাচ্চা পয়দা করেছি। কোনো কিছুই থেমে ছিলো না। এখনও থামবে না।
অতবা বাকশাল আমাদের মেরেছে, কেটেছে, রাতে লুটপাটের ভয়ে, গুমের ভয়ে আগে যেমন চুপ ছিলাম, নীরব ছিলাম। । । এখনও থাকবো।
আপনাদের কারোরই ভদ্রতার মুখোশ পরার দরকার নেই।
আসল রূপে বের হয়ে আসুন। আমরা মেনে নেবো। মুখোশের আড়ালে আপনাদের আসল রূপ আমরা চিনি। কষ্ট করে মুখোশ পরার দরকার নেই। আপনাদের কষ্ট আমাদের ব্যথিত করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।