আমাদের কথা খুঁজে নিন

   

লাগাতার হরতাল-অবরোধ হবে: নোমান

শুক্রবার বিকেলে চট্টগ্রামের হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “শেখ হাসিনা যদি সালিশ মানি, তাল গাছ আমার- মনোভাব নিয়ে সংলাপ করতে চান তাহলে সে সংলাপ সফল হবে না।
“তত্ত্বাবধায়ক সরকারের দাবি নীতিগতভাবে মেনে নিতে যদি সরকারের আপত্তি না থাকে তাহলে সংলাপ সফল হবে এবং রাজনৈতিক সংকটের সুরাহা হবে।”
বিরোধী দলের দাবি না মেনে সরকার নিজেদের অধীনে  নির্বাচন করতে চাইলে হরতাল-অবরোধসহ লাগাতার অসহযোগ আন্দোলন করা হবে হুমকি দেন তিনি।
নোমান বলেন, “সরকারের পায়ের নিচে মাটি নেই। চলমান গণআন্দোলনের মুখেই সরকারকে পদত্যাগ করে পালাতে হবে।
“জনগণের সাথে যুদ্ধ করে অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না।”
স্থানীয় আল আমিন সংঘ আয়োজিত ‘বেগম রোকেয়া স্বর্ণপদক’ বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন নোমান।
সংগঠনের সহ-সভাপতি আলমগীর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে  ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইনাম-উল হক, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নুরুল আলম, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.