পৃথিবীটা যেনো চোখের সামনে ইয়ো ইয়ো'র সুতোয় বাঁধা। দুলছে। মনে হচ্ছে , মাথার ওপর কয়েকটি কন্টেইনার নিয়ে আমি সাউথ আফ্রিকার দিকে দৌড় দিচ্ছি.. সমুদ্রের চোরা শক্তিশালী ঘূর্নির মতো জেগে ওঠছে ভেতরটা। প্রতিটি ভেইনে , রক্ত অনুর বদলে, গরম গলিত লাভা যেনো ছুটে চলছে.. অশেষ গন্তব্যে... বন্ধ হয়ে আসছে চোখ .. আপনি আপনি.. ঢলে পড়ছি মুত্যুর মতো ঘুমের শান্ত কোলে.. নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে আর প্রলম্বিত আমার ফুসফুসের ওঠা নামা। যারা আমাকে ভালোবাসো না, তোমরা জেনে খুশী হবে- আমার ভীষন কষ্ট হচ্ছে... একটা এইস প্লাস খুড়িয়ে খুড়িয়ে হাটছে.. একটা এলাট্রল ছুটে যাওয়া বেরিবাধের ভাঙন ঠেকাতে পারছে না। একটা নাপা বলছে- আমি বেজোড় কেনো হে ? আমার জোড়া কই ? লড়াই , লড়াই আর লড়াই... সারা দুনিয়া ছাড়খার করে দিয়ে- ঝড়ে পড়া সূর্যের সমস্ত তাপ নিয়ে আমার ভেতরে ঢোক... ঐ ব্যাটা জ্বর, আয়. আবার পাঞ্জা লড়ি... জয় , পরাজয় বুঝি না । যুদ্ধ করে যাওটাও এক বীরত্ব গাথা । আমি হেরে যাই না। শিখি নি। উফফফফফফফফফফফফফফফফফফফফফফফফফ.................... মা, মা গো, তোমার প্রশান্তিময় হাতটা কোথায় ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।