কারেন্ট আসা মাত্র প্রথম সুযোগে গরমের হাত থেকে বাঁচার জন্য চুলগুলোকে একটু সাইজ করার খায়েস নিয়ে দৌড় দিয়ে প্রায় ৫ বছরের পুরানো নরসুন্দরের কাছে গেলাম..... পুরানো মানুষ, তাই নতুন করে কোর্স সেট না করে `অটোপাইলট' অন করে চোখ বন্ধ করে ঝিমাতে লাগলাম, আর নরসুন্দরের কাঁচির শব্দ কত বিটের... এসব আকাশ পাতাল চিন্তা করতে লাগলাম.......
হঠাৎ নরসুন্দরের কাঁচির বিট কই জানি মিলিয়ে গেল, আর তার বদলে ঘাড়ের কাছে একসাথে কয়েকশ মৌমাছির গুঞ্জন শুরু হলো। আতঙ্কিত হয়ে চোখ খুলে দেখি, ব্যাটা `বিশ্বস্ত' নরসুন্দরের হঠাৎ `ডিজিটাল' হওয়ার খায়েস জেগেছে। সে কোথা থেকে একটা চুল কাটার মেশিন নিয়ে এসে আমি কিছু বুঝে উঠার আগেই আমার এত দিনের কমন প্যাটার্নের বারোটা বাজিয়ে মাথার উপর কি জানি একটা নতুন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করে দিল
......ভয়ে ভয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি, কোথায় প্লাবন!!! তার জায়গায় গম্ভীর হয়ে একটা বোকা বোকা চেহারার `গলা ছিলা মোরগ' বসে আছে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।