আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।
'ব্যাটা মুরদ থাকে তো ধর শালাদের'
শূণ্যতা ভর করে, ওরা কী মানুষ। যারা মানুষ পোড়ায়?
প্রশ্নটা নিজেকে করে- আমিন রসূল
জীবিকার তাগিদে এই নগরে তার কাটছে দেড় যুগ
ঘরে সুন্দরী বউ, এলো চুলে শোয় পাশে, 'সোহাগি কতা কয়'
ভালো লাগেনা আমিনের!
চোখে ভাসে আগুনে পোড়া মানুষের মুখ, ঝলসে যাওয়া শরীর
নগরে এ মানুষ পোড়ানোর উৎসব কী নতুন (!)
মনে করার চেষ্টা করে আমিন
বিএনপি জামাত জোটের সময়-
মানুষ পুড়িয়ে মেরেছিল কারা?
কারা মানুষ পুড়িয়ে বানালো কয়লা।
আহারে মানুষ-
মহাজোট সরকারের আমলেও পুড়ছে মানুষ। কতজন হসপিটালে
কতজন করেছে পৃথিবীর মায়া ত্যাগ, বাঁচার আকুতি ছিল-
বাঁচানো গেলোনা তাদের
এভাবে আর কত?
সম্বাদিকদের ওপর আমিন রসূলের ক্ষেদ
পড়াশোনা জানা মানুষেরও ওপরও
খালি দোষারোপ!
হঠাৎ রিকশা ব্রেক করে পেছনে তাকায় আমিন-
বলে, 'ব্যাটা মুরদ থাকে তো ধর শালাদের।'
যারা মানুষ পোড়ায়, জীবন পোড়ায়, স্বপ্ন পোড়ায়-তাদের ধর
দণ্ড দে, পিষে মার এমন পিষাচদের
তারপর
হঠাৎ
থেমে যায় আমিন
বলে-
স্যার গরিবের রক্ত বেইচ্চা, মানুষ পোড়ায়া ক্ষমতার হাত বদল হয়।
কেবল রাজনীতিকদের চরিত্র বদলায় না!
আফসোস!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।