আমাদের কথা খুঁজে নিন

   

হাতটা ধরে রাখো, অন্যেরা নিয়ে যাবে

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

হাতটা ধরে রাখো হাতটা ধরে রাখো শূন্যতা গিলে খাবে অন্যেরা নিয়ে যাবে। আমার সাধ্য নেই আমার শক্তি নেই আমার আদ্য নেই আমার থাদ্য নেই। মাছিরা উড়িয়ে নেবে মাছেরা কুড়িয়ে নেবে গাছেরা মুড়িয়ে নেবে ফুলেরা গুড়িয়ে দেবে। আলগা দাঁড়িয়ে থাকি দু হাত বাড়িয়ে থাকি মুখটা হারিয়ে আঁকি আকাশে তাড়িয়ে পাখি আমার বন্ধু নেই আমার স্বজন নেই তুমিই মাথাল হও চাতালে পাতাল হও। আমার মৃত্তিকা নেই আমার শস্য নেই আমার খাদ্য নেই আমার সাধ্য নেই তুমিই সকাল হও তুমিই দুপুর হও তুমিই রাত্রি হও তুমিই জেগে থাকো তুমিই যাত্রি হও। হাতটা ধরে রাখো হাতটা বেধে রাখো আমাকে স্বপ্ন দাও আমাকে শস্য দাও আমাকে সম্বৃদ্ধি দাও হাতটা ধরে রাখো দু চোখ ছুঁয়ে থাকো ঠোঁটের ভাষা দাও একটু নুয়ে থাকো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।