পুনর্পাঠ
বনস্পতি
ভাল না বাসলেও নিয়মিত দুঃখ পাঠায় বলে
আমাকেই নজর রাখতে হয়, তার-
শিশু হাসপাতাল,মাতৃসদন, প্রাথমিক বিদ্যালয়;
ক্রমশঃ আড়াল করে ফেলছে হাস্নাহেনা,
সন্ধ্যার ঝিরঝিরে বৃষ্টি,কাঁঠালচাপা ও রূপালী জ্যোৎস্না।
অথচ,চোখ ধাঁধাঁনো দুপুর রোদে
গাছের তলে,গাছের ডালে রঙিন ঝুমকাটা
এতোই স্পষ্ট আর প্রকাশ্য যে তার
প্রেমিকরাও চোখ তুলে তাকাতে সাহস পায় না।
বরঞ্চ সন্দেহ জমে বুকে -
নিশ্চিতই, মেয়েটা ভুবনে এমন রহস্য জানে
যা কাউকেই ফাঁস করতে রাজি নয়
তার ভ্রমর উড়ানো উদাসী আড় চোখ
গোপনে কখনো এই রহস্য প্রকাশ করে
-ব্যাকুল বিষাদ সুরে হাহাকার ফোটে যদি
অভুক্ত বাউলের আঙ্গুলে-একতারায়-কণ্ঠে,
জন্ম-কোঠরে,নদের বানে,কস্তুরী মাখা চাঁদে;
কেউ কেউ অনুমান করে বটে আমারও উপশম।
-ফয়সল নোই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।