আমাদের কথা খুঁজে নিন

   

পুনর্পাঠ

পুনর্পাঠ

মেঘের ছলনা মেঘের ছলনায় বদলে যায় আকাশের রঙ নীলাভ নিরুত্তাপ বাঁশি আর্তনাদে মাতে গাঢ় অন্ধকার জলের ভয়ার্ত পক্ষীকুল উড়ে যায় উচ্চতায় আকাশের কোলে ছড়ায় পুস্পস্তবক যে আকাশে রোদ্দুর খেলে মেঘের ছলনায় সে হারায় সন্ত্রাসের অন্ধগলি মাঝে যে আকাশ ছড়ায় পৌষের নীল জ্যোৎস্না, নিমফুল মেঘের ছলনায় সেই হয় কৃত্রিম নিমগাছ মেঘের ছলনা শিখে তক্ষক পুরুষ উগরে ফেলে যত্নে গজানো নয়নতারা মানুষের পৌঁছানো হতো আকাশের তলে মেঘের ছলনায় স্বপ্নভাঙ্গে, পতঙ্গ পুড়ে আগুনলীলায় আকাশের থাকবে লক্ষ্মীকায়া সরস্বতীমায়া দিঘিজলে ছায়া দেবে উর্মিমালা বাতাসের করতালি পেলে দুলবে কাশবন মেঘের ছলনায় ঝঞ্ঝাক্ষুব্ধ রাংচিতাঝোপ মেঘের ছলনায় কেঁপে উঠে সৌধচূড়া আকাশের কান্না বৃষ্টি হয়ে ঝরে। -আবু মকসুদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.