সত্যি ভাবিনি এভাবে তোমাকে আমার করে পাব,
সব যন্ত্রণা, কষ্টগুলোর ছুটি হয়েছ ভাব।
এখন তোমার আমি -আমার তুমি আছ
মিথ্যে কেন কষ্ট গুলো বুকের মধ্যে পুষো।
এখন আমার সময় কাটে তোমার কথা ভেবে
কখন তুমি তোমার কাছে আমায় টেনে নেবে?
তুমি যখন শব্দ করে হাসতে থাক
তখন আমার হৃদয় মাঝে মধুর বীণা বাজে।
এই ছেলে! আমার কথা শুনে বুঝি চুপটি করে হাসছ?
তোমায় আমি এমনি এমনি ছেড়ে দিব ভাবছ?
একদম হাসবেনা বলে দিলাম
ধমক ধমক ধমক দিলাম! ইসস কি লজ্জা পেলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।