বিবর্ণ স্বপ্নচারী
দিতে চেয়েছিলাম তোমাকে অনেকটাই
কিন্তু দেওয়াটুকু হয়নি কিছুই।
বটবৃক্ষ হয়েছ যখন তুমি
আমি তোমার ছায়ায়,
অস্ফুষ্ট বিরহ বাঁশীর ব্যাকুলতায়।
তোমাকে দেব বলেছিলাম!
একটি নব প্রভাতের উষাকিরণ,
একটি নব বর্ষের উষ্ণতা,
একটি নব পল্লবের সজীবতা,
আর এক রাত্রের শিশির কণা।
দেওয়াটা আজ বাকীর খাতায়
অথচ দেখ নিয়েছি আমি নিংড়ে।
কথা না রাখা নাকি অপরাধ?
তাই তো প্রতি রাতে আমি দাঁড়াই,
আসামীর কাঁঠগড়ায়।
বিচার চলে সারারাত
আর সকাল হলেই
হয় মঞ্জুর আমার জামিন।
বল তো আর কত দিন এই বিচার চলবে?
আর কত দিন আমাকে এই আসামীর সাজে সাজাবে?
মুক্তি চাই আমি?
হোক সেটা জীবন হতে কিংবা,
তোমার স্মৃতির সাজানো বাগান হতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।