আজ বাংলাদেশ সময় রাত সাড়েন'টায় সেন্ট লুসিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দ্বীপদেশ শ্রীলঙ্কা আর ইংল্যান্ড। দুই দলই আছে ফর্মের তুঙ্গে আর উদ্দীপনার এভারেস্ট শৃঙ্গে।
ইংলিশরা প্রথম পর্বে বৃষ্টির বৈরিতায় ১৯১ রান করেও হেরেছিলো গেইলদের কাছে। সে বৃষ্টিই আবার ওদের দিকে চেয়ে হেসেছে আইরিশদের মোকাবেলায়। কিন্তু সুপার এইটে এসে ইংলিশরা হয়ে ওঠে সুপারডুপার হিট।
পাকিস্তান. দ.আফ্রিকা নিউ জিল্যান্ড সবাইকে পরাজয়ের বেদনায় নীল করে দিয়েছে ইংলিশরা। পুরো ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে আসে ওরা। ফলে ফর্ম আর উদ্দীপনার আইফেল টাওয়ারে এখন বাস করছে ইংলিশরা।
অন্য দিকে লঙ্কানরা শেষ ম্যাচে ভারতের বিপক্ষে যে ঝড়ের সাগর বীরদর্পে পাড়ি দিয়েছে তার অতুলনীয়। যদিও অসিদের সামনে ওদের ভেঙে পড়তে দেখেছি।
তারপরও সাঙ্গাকারা, মাহেলা, ম্যাথুজ বা কাপুগিদারা দুর্দান্ত খেলছেন। ইনজুরিতে পড়ে দলে নেই স্পীনজাদুকর মুরলী। কিন্তু রনদীপ সে অভাব বুঝতে দেননি। সাম্প্রতিককালের ঘুমন্ত প্রতিভা দিলশানও জেগে ওঠার আভাস দিচ্ছেন। আছেন বহু ঝড়ের কান্ডারী জয়সূরিয়া, এমপি।
তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দেবার জন্য ওরাও তৈরি।
ফলে আজ রাতে একটা রোমহর্ষক ক্রিকেট ম্যাচ আশা করতে পারেন ক্রিকেটভক্তরা। ভালো দল জিতে আরেকটা দুরন্ত ফাইনালের উত্তেজনায় ভাসাবে ক্রিকেটবিশ্বকে আমরা সে আশাই করি।
তারপরও কাছের দেশ বলে লঙাকানদের প্রতি একটু বেশি টান বোধ করতেই পারি আমার। কী বলেন ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।