আমাদের কথা খুঁজে নিন

   

সেমিতে পাকিস্তান !



এর আগের পোস্টেই লিখেছিলাম এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ আগের তিন ফাইনালিস্টের প্রতি বিরূপ। কিন্তু কাল রাতের দুই ম্যাচের নাটকীয়তায় আগের দুই ফাইনালের একমাত্র ফাইনালিস্ট (প্রতিপক্ষ একবার ভারত আরেকবার শ্রীলঙ্কা) পাকিস্তান সবাইকে চমকে দিয়ে পৌঁছে গেলো সেমি-ফাইনালে। ভালো নেট রানরেট আর একজোড়া কঠিন শর্ত ছিলো পাকিস্তানের সেমিতে ওঠার জন্য। শর্ত ছিলো শক্তিশালী দ.আফ্রিকাকে হারাতে হবে পাকিস্তানকে অন্য ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে যার প্রতিপক্ষ ভেট্টরীর নেতৃত্বাধীন শক্তিশালী নিউ জিল্যান্ড। দুটিই ঘটেছে।

পাকিস্তান দুই আকমল-ভাই, আজমল আর আফ্রিদীর সম্মিলিত ভূমিকায় ১১ রানে জেতে। ওদিকে ইংল্যান্ডও জেতে ৩ উইকেটে। ফলে ই-গ্রুপ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ১নং দল হিসাবে সেমিতে যায়। পেছন পেছন পাকিস্তান। ওদের সম্পর্কে সবচেয়ে সুন্দর শিরোণাম করেছে বিবিসি- Hoders Pakistan creep into world twenty20 semi-finals. অতএব, দ.আফ্রিকা আর কিউইদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেলো।

অন্যদিকে এফ গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সেমিতে খেলা প্রায় নিশ্চিত। (প্রায় কেন বললাম নীচের হিসাব নিকাশের অংশে গেলে এর জবাব পাবেন)এবার দুর্দান্ত খেলছে অসিরা। অনেক হিসাব নিকাশের পাল্লায় পড়েছে অপর দুই ফাইনালিস্ট ভারত (প্রথম শিরোপাধারী) আর শ্রীলঙ্কা। সাথে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সম্ভাবনাগুলো এরকম- ক.-যদি ভারত শ্রীলঙ্কাকে বড়ো ব্যবধানে হারাতে পারে আর অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারে অস্ট্রেলিয়ার কাছে তাহলে অস্ট্রেলিয়ার সাথে নেট রানরেটের ভিত্তিতে ভারত বা শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজ এর যে কোন এক দল যাবে সেমিতে।

খ.-ভারত যদি হেরে যায় ভারতের বিদায় নিশ্চিত। বাকীদের মধ্যে যদি অসিরা হারে তাহলে নেটরান রেটের ভিত্তিতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ এদের ভেতর এগিয়ে থাকা দুই দল যাবে সেমিতে। গ.-যদি ভারত জেতে আর অস্ট্রেলিয়া হারে তাহলে সেমিতে যাবে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া। ঘ.- যদি অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা জেতে তাহলে সেমিতে যাবে অসি আর লঙ্কানরা। বুঝুন ঠেলা ! হিসাব কষতে কষতে আর একটু হলে নিউটন বা হকিং হবার দশা।

নতুন চোকার শ্রীলঙ্কা ? ক্রিকেট বিশ্বে চোকার বললে দ.আফ্রিকাকে বোঝায়। খুব ভালো দল। খেলেও খুব ভালো। কিন্তু খুব দরকারী ম্যাচটা হেরে বসে থাকে। যেমন কালকের ম্যাচটা।

কাল যদি ওরা পাকিস্তানকে হারাতে পারতো তাহলে নিউটনতো দূরে থাক ভোলানাথের (ভোলানাথ লিখেছিল তিন চারে নব্বই ইত্যাদি) অঙ্কজ্ঞানেরও দরকার ছিলো না। ওরা চলে যেতো সেমিতে। কিন্তু আসল সময় ওরা হারলো। সাতসাগর সাঁতরে সেমিতে গেলো পাকিস্তান। অন্যদিকে দেখুন শ্রীলঙ্কাকে।

গত বিশ্বকাপে কী দুর্দান্ত খেলাটাই না খেললো। আসল ম্যাচ ফাইনালে আফ্রিদীর কাছে চিৎপটাং। এবারও ওদের দল অসাধরণ। দুনিয়া কাঁপানো সব পারফরমার (জয়সূরিয়া, মুরলী,দিলশান,সাঙ্গাকারা.মাহেলা, মালিঙ্গা কে নয় ?)। অথচ অস্ট্রেলিয়ার কাছে ৮৭ রানে অল আউট।

৮১ রানের করুণ পরাজয়। ভারতের সাথে খেলতে নামলেই হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আজকের প্রতিপক্ষ আবার ভারত। দেখেন কী দাঁড়ায় ? ওদেকেও চোকার বলার সময় এসে গেলো কী ? Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.