আজ সকাল থেকে দেশের সবকটি পেট্রোল পাম্পে ধর্মঘট ছিল। যাহোক সকরারের সাথে আলোচনার পর তা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। তাদের কয়েক দফা দাবী ছিল। সরকারের সাথে সফল আলোচনার পর পাম্প মালিকরা ধর্মঘট স্থগিত করেন।
কিন্তু একজন সাধারন নাগরিক হিসেবে আমার পাম্প মালিক ও সরকারের প্রতি দাবী পাম্প মালিকরা যাতে তেল পরিমাপে জনগনকে না ঠকান।
দেশে সঠিক পরিমাপে তেল বিক্রি করে সেরকম পাম্প পাওয়া দুষ্কর। কিছু বড় বাস কোম্পানী বাধ্য হয়ে নিজেরা পাম্প স্থাপন করেছে। কিন্তু আমরা জনগনের পক্ষে তা সম্ভব নয়। দেশের অধিকাংশ পাম্প লিটারে ১০০ মিলি থেকে ১৫০ তেল কম দিয়ে থাকেন। যদি তা পেট্রোল হয় ১০০ মি:লি: এর দাম ৭.৪০ টাকা জিজেল হলে ৪.৪০ টাকা।
এখন চিন্তা করুন প্রতিটি পাম্প দিনে কত টাকা মানুষকে ঠকাচ্ছে। কিন্তু সরকারের সেদিকে তেমন নজরদারী নেই। তাই সরকারের প্রতি অনরুধ পেট্রোল পাম্প মালিকরা যেন পরিমানে কম দিয়ে জনগনকে ঠকাতে না পারে তারও উপায় করুন। আর পেট্রোল পাম্প মালিক ভাইগণ দয়া করে দেশের জনগনকে ঠকানো বন্ধ করুন। যদি ব্যবসা লাভজনক না হয় তাহলে তা বন্ধ করে দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।