দীর্ঘ ৩৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন পুলিশ কনস্টেবল ইমাম উদ্দিন (৪৮)। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ছুড়ে মারা পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছিলেন ইমাম উদ্দিন। তিনি লক্ষ্মীপুর সদর থানার পুলিশ কনস্টেবল ছিলেন। তার বাড়ি নোয়াখালীতে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, গত ৪ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন লক্ষ্মীপুরের দত্তপাড়া ভোট কেন্দ্রে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুড়ে মারা পেট্রোল বোমায় দগ্ধ হন কনস্টেবল ইমাম। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।