বিলের মধ্যে লাগালো ধান
মনে জাগে কতো গান
মাস গেলে পাকবে যখন,
সবাই মিলে কাটবে তখন।
দিনে দিনে সব দিন গেল
ধানের গায়ে রং লাগলো।
খুশী হলো চাষা-চাষী
চাষী বৌয়ের মুখে হাসি।
এমন সময় জোয়ার আইলো
মাঠের বুকে ঢল নামলো!
বাঁধ ভেংগে তলায়ে নিলো
সবার মাথায় বাজ পড়লো!
সবার মুখের খুশীর হাসি
কাইড়া নিলো বান আসি।
কি করে আর কি করবে
সারা বৎসর কিভাবে চলবে?
বিলের মানুষ ভেবে না পায়
এখন শুধু কান্না শোনা যায়।
শিশুদের মুখে কি দেবে মা
ভেবে কিছু কিনার পায় না,
চারিদিকে পানি আর পানি
কে দেবে নতুন জীবন আনি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।