বাংলাদেশের সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। কিন্তু বিচারকদের বিচার করার অধিকার কাউকে দেয় নাই। তাই তো দেখা যায় আজ পর্যন্ত কোন বিচারককে কাঠগড়ায় দাড়াতে হয় নাই। একটা কেইসের কথা মনে পড়ে, তাতে প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে মামলা হয়েছে আজও তা চলছে কিন্তু তার সঙ্গে যে বিচারক ছিলেন তিনি শুধু পদত্যাগ করেই বেঁচে গেলেন, বিচারক বলে তার বিরুদ্ধে মামলা হয় নাই। সম্ভবত বিচারকরা সকল আইনের উর্ধে বলে আজ বিচারকদের নিয়ে এত কথা হচ্ছে। যদি এমন হয় তবে মনে রাখতে হবে সব বিচারপতিরও বিচারক আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।