আমাদের কথা খুঁজে নিন

   

‘সরকার হটাতে অস্ত্র লুটের পরিকল্পনা ছিল আনসারুল্লাহর’

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘জিহাদের’ মাধ্যমে সরকারকে হঠানোর লক্ষ্যে এই সংগঠনের কর্মীরা থানা থেকে অস্ত্র লুট ও বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল।
গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে মোহাম্মদপুর, বাড্ডা, যাত্রাবাড়ী, সাভার, সেন্ট্রাল রোড ও এলিফেন্ট রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নয়জন হলেন- মো. সাইফুল ইসলাম (২১), আবু হানিফ (২৩), আমিনুল ইসলাম (২৫), জাহিদুল ইসলাম (২৭), আলি আজাদ (২৮), মো. পিয়াস ওরফে আসাদুল্লাহ (২৯), মো. জুন্নুন শিকদার (২৭), কাজী মো. রেজোয়ান (৩০) ও নাইমুল হাসান (২৮)।
তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ; দুটি কম্পিউটার; বিভিন্ন ধরণের অস্ত্র, গ্রেনেড ও রকেট লঞ্চার ব্যবহারের বিষয়ে হাতে লেখা ও আঁকা প্রশিক্ষণ ম্যানুয়াল; বাংলা, আরবি ও উর্দু ভাষার ম্যাগাজিনের ২৫০টি পৃষ্ঠা, ধর্মীয় ব্যাখ্যার বই, নয়টি মডেম, ২৫টি সিডি, একটি চাকু, একটি হাতকড়া, ভিডিও ক্যামেরা, আইফোন ও একটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।
শনিবার রাতেই মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করেছে পুলিশ।

এসব মামলায় সংগঠনের প্রধান জসীম উদ্দিন রাহমানিকেও আসামি করা হয়েছে।
মহানগর পুলিশের যুগ্ন কমিশনার মুনিরুল ইসলাম রোববার এক সংবাদ সন্মেলনে বলেন, “জিহাদের মাধ্যমে এ সরকারকে হটিয়ে ইসলামী শাসন কায়েম করাই তাদের লক্ষ্য ছিল বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে। ”
এই দলটি থানা দখল করে অস্ত্র ও গোলাবরুদ লুটপাট এবং বিভিন্ন স্থাপনায় হামলা করা পরিকল্পনা করেছিল বলেও মনিরুল জানান।  
সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বলেছে, আল কায়েদার আদর্শ অনুসরণ করেই কার্যক্রম চালাচ্ছে তারা। সংগঠনের ‘অপারেশন প্রধান’ দিদার হোসেন পাকিস্তানে পালিয়ে গেছেন বলেও দাবি করেছে তারা।


 পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, এই সংগঠনের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানিকে বর্তমানে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে গত শুক্রবার বরগুনা থেকে ঢাকায় আনা হয়।
গত ১২ অগাস্ট বরগুনা থেকে জসীম উদ্দিনসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার মোহাম্মদপুরে জসীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, সিডিসহ উস্কানিমূলক বই উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, জসীমের কার্যালয়ে দুই মন্ত্রীসহ ১২ জনের নামের একটি তালিকা পাওয়া গেছে, যাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।


যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রে  দণ্ডিত বাংলাদেশি তরুণ নাফিসের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের যোগাযোগের প্রমাণ তারা পেয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.