আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনের নির্বাচন এবং লেবারের সম্ভাব্য পতন

ওলি

লণ্ডন আমার প্রিয় নগরগুলোর একটি । আমার কাছে সিলেটের পরই লণ্ডনের স্থান । সিলেটের সুরমাপারে অামি বেড়ে উঠেছি । তারপরই টেমসের পারে গড়ে উঠা শহরই অামার প্রিয় । লণ্ডণের প্রাক্তন মেয়র কেন অামার প্রিয় রাজনীতিবিদদের একজন ।

প্রথমে লিভিংস্টোনের পরাজয় যেন লেবারের পরাজয়ের বারতা বয়ে এনেছিল । শেষমেশ যেন তাই হতে যাচ্ছে । লেবারের বর্তমান নেতৃত্ব যেন নির্বাচেনর আগেই পরাজিত । গর্ডেনর নেতৃত্বে ব্লেয়ারের সেই কারিশমা অনুপস্থিত । ইতিমেধ্য লেবারের এক প্রাচীন সমর্থকের সাথে ক্যাচালে জড়িয়ে গর্ডেন ব্রাউনের বামামী থেক কালো হওয়ার অবস্থা ।

তবে, বিলাতে বিশেষ করে লণ্ডনে বসবাসকারি বাঙ্গালীদের জন্য সুখের বিষয় হচ্ছে যে তারা হাউস অব কমন্সে এবার অন্তত: একজন স্ব-জাতীয় এমপি পাবেন । বেথনাল-গ্রীন এবং বো থেকে বাঙ্গালীদের বিজয় প্রায় সুনিশ্চিত কারণ প্রধান তিনটি দলের প্রার্থীই বাঙ্গালী..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.