আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনের রাজকীয় উত্তরাধিকার আইন নিয়ে বিতর্ক

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’
লিঙ্গ বৈষম্যের কারণে বৃটেনের ৩০০ বছরের পুরনো একটি রাজকীয় উত্তারাধিকার আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার বৃটিশ পার্লামেন্টে এক বিশেষ কার্যপ্রণালী আনুসারে বিরোধী লেবার পার্টির আইনপ্রণেতা কিথ ভাজ এ আইনটি নিয়ে আলোচনা করেন। রাজকীয় এ উত্তারাধিকার আইন অনুযায়ী, যুবরাজ উইলিয়াম ও তার বাগদত্তা কেট মিডলটনের কোন কন্যা সন্তান হলে সে সিংহাসনের উত্তারাধিকারের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে। সূত্র : রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট অনলাইন বৃটেনের ১৭০১ সালের রাজকীয় উত্তারাধিকার আইন অনুযায়ী, দেশটির সিংহাসনের উত্তারাধিকারে পুরুষ সন্তানরা নারী সন্তান থেকে বেশী প্রাধান্য পায়। উত্তারাধিকারী প্রথম সন্তান বড় বোন হলেও সিংহাসনে আসীন হবে তার ছোট ভাই, আইনে এমনটিই বলা আছে।

এ আইনানুযায়ী সিংহাসনের উত্তারাধিকারী ক্যাথলিক ধারায় বিশ্বাসী কোন খৃস্টানকেও বিয়ে করতে পারবে না। করলে অধিকার হারাতে হবে। এ প্রসঙ্গে বৃটিশ পার্লামেন্টের আইনপ্রণেতা কিথ ভাজ বলেন, ‘ক্যাথেরিন মিডলটনকে বিয়ে করে যুবরাজ উইলিয়াম আইনটি পরিবর্তন করার সুযোগ করে দিয়েছেন। উইলিয়াম কে মনে হচ্ছে অনেক অগ্রসর মানসিকতার যুবরাজ। ’ যুবরাজ উইলিয়াম ও কেট মিডলটন আগামী ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্টমিনস্টার গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.