আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনের শিক্ষাব্যবস্থা-১

সংক্ষিপ্তরূপ বৃটেন বা যুক্তরাজ্যে শিক্ষা একটি ক্রম উন্নয়নমূলক বিষয়। ইংল্যান্ড, ওয়েল্স, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড এ চারটি রাজ্যের সমন্বয়ে গঠিত যুক্তরাজ্য। এ রাজ্যগুলোর ভিন্ন ভিন্ন ধরনের। এ ক্ষেত্রে স্কটল্যান্ডের শিক্ষাপদ্ধতি অপর তিনটি রাজ্য থেকে সবচেয়ে ভিন্নধর্মী। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়ালসের অধিকাংশ স্কুলগামী শিশুরা নার্সারি স্কুল, দু' ধরনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য হতে যে কোন একটিতে ভর্তি হয়ে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করে থাকে।

তারপর Sixth form প্রতিষ্ঠানে ভর্তি হয়, যা বাধ্যতামূলক নয়। বৃটেনে উচ্চ শিক্ষার পূর্ব পর্যন্ত শিক্ষার জন্য ৬টি ধাপ ধরা হয়। ১. Foundation stage (দুই বৎসরঃ নার্সারী, রিসিপশন ক্লাস), ২. Key stage 1 (দুই বৎসর), ৩. Key stage 2 (৪ বৎসর), ৪. Key stage 3 (৩ বৎসর), ৫. Key stage 4 (২ বৎসর), ৬. Sixth Form অলিখিতভাবে Key stage 5 (দুই বৎসর)। এ হিসেবে শিশুদের পড়াশুনা শুরু হয় ৩ বছর বয়স শেষে। বৃটেনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে বিন্যস্ত।

ওখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক ধরনের কাঠামো হয়ে থাকে। যেমন- ১. নার্সারি > ইনফ্যান্ট স্কুল > জুনিয়র স্কুল > সেকেন্ডারি স্কুল > সিক্সথ ফর্ম কলেজ। ২. নার্সারি > প্রাইমারি স্কুল > সেকেন্ডারি স্কুল উইদ সিক্সথ ফর্ম। ৩. নার্সারি > ফার্স্ট স্কুল (লোয়ার স্কুল) > মিডল স্কুল > আপার স্কুল উইদ সিক্সথ ফর্ম। নিচের চার্টে দেখা যাক- যুক্তরাজ্যে ৫ থেকে ১৬ বছর পর্যন্ত সকল শিশুর জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।

তবে স্কুলে বসে পড়াশুনা করাটা বাধ্যতামূলক নয়। জানুয়ারি ২০০৭ থেকে এই বাধ্যতা ইংল্যান্ডের জন্য ১৬ বছরের পরিবর্তে ১৮ বছর করা হয়েছে। বৃটেনের অধিকাংশ ছাত্রছাত্রীরা সরকারী অর্থায়নে পরিচালিত স্কুলে পড়াশুনা করে। সেখানে অভিভাবকদের শিক্ষাখাতে অতিরিক্ত কোন অর্থ খরচ করতে হয় না। সরকার শিক্ষাখাতে কর আদায় করে এসব প্রতিষ্ঠানের খরচ চালিয়ে থাকে।

এ ছাড়া বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানেও বিপুল অর্থ ব্যয় করে একশ্রেণীর অভিভাবক তাদের সন্তানদের লেখাপড়া করিয়ে থাকেন। পুরো বৃটেনেই শিক্ষকরা যে ব্রত নিয়ে তাদের ছাত্রছাত্রীদের পাঠদানসহ যাবতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন তা হলো 'In Loco Parentis' অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকগণ ছাত্রছাত্রীদের পিতা বা মাতার ভূমিকা পালন করে থাকেন। তারা পিতা-মাতার মত আদর-যত্নে, স্নেহ-মমতায় শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন। কোন শিক্ষার্থীকে যদি শাস্তি দিতেই হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি হয়ে থাকে আটকিয়ে রাখা বা বর্জন করা কিংবা স্কুল থেকে বহিস্কার করা। কিন্তু কোনভাবেই দৈহিক শাস্তি দেয়া হয় না।

ওখানে দৈহিক শাস্তি কঠোরভাবে নিষিদ্ধ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.