লোকে যারে ধার্মিক বলে ধার্মিক সে নয়
আপনারে ধার্র্মিক বলে ধার্মিক সে হয়????
আমি ধার্মিক নয় ... আপনি কি ধার্মিক? ধর্মের কয়টি বিধান মানেন আপনি? ধার্মিক এবং ধর্মভীরু কি এককথা? ধর্ম কাদের জন্য ?
অনেক প্রশ্নের জাল তৈরি হয় মনের গভীরে । যদিও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। সব প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারে । অসংখ্য সমস্যায় জর্জরিত আমাদের সমাজে ধর্ম কায়েম করা সহজ কথা নয়।
আর ধর্মের ব্যবহার লাগবেই বা কেন ? ধর্ম তো একটা মুখোশ ।
নিজেকে আড়াল করার মুখোশ । যাদের ধর্ম নেই তাদের জন্যই তো ধর্ম ।
ফল বাগানের বেড়ার মতো ধর্ম একটা প্রতিবন্ধকতা । আপনি বাগানের ফল কিভাবে রক্ষা করবেন সেটা আপনার বিষয় । তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের জন্যই আমাদের সমাজের এ দশা ।
আমার সঙ্গে একমত হবার প্রয়োজন দেখিনা । একটু চোখ খুললেই চোখে পড়বে ধর্মের নামে ফতোয়াবাজি ।
ধর্ম আমার আমি নিজে বেছে নিইনি আমার পদবীতে ছিলোনা কোনো হাত'- আসলে চিন্তারই বিষয় আপনাকে যদি ঠিক এ অবস্থায় ধর্ম বেছে নিতে বলা হয়... কোন পক্ষে যাবেন আপনি ? আমাদের ধর্মের প্রয়োজনটা কি? আমরা তো বেশ আছি.... যারা ধর্ম নিয়ে গলাবাজি করে যারা ধর্ম বেচে খেতে চায় ধর্ম হোক শুধু তাদেরই জন্য । আমাদের মতো আমজনতার ধর্ম বলে কিছু নেই । থাকার প্রয়োজনও দেখিনা ।
আমারা আমাদের অবস্থানে বেশ আছি .....আমাদের অন্তরের বিশ্বাস নিয়ে খেলা করার অধিকার আমরা কাউকে দিইনি দেবনা....
অন্তরের বিশ্বাসের নামই কি ধর্ম? যদি তাই হয় তবে আমাদের ধর্ম তাই....যারা লেবাসধারী ধার্মিক তারা তবে কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।