চাঁদাবাজ ও সন্ত্রাসী মাহবুবুর রহমান ইকবাল ওরফে ডাইল ইকবালকে গ্রেফতারের দাবিতে নগরীর পাহাড়তলীতে চালের পাইকারি বাজারে কয়েকশ' দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন মালিক-শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভের পাশাপাশি তারা পাহাড়তলীতে সড়কও অবরোধ করেন। পরে ইকবালের ছোট ভাই তৌহিদুর রহমানকে পুলিশ আটক করলে পরিস্থিতি শান্ত হয়। পাহাড়তলী থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার জানান, পাহাড়তলী থানার শীর্ষ সন্ত্রাসী ডাইল ইকবাল শনিবার রাতে চালবোঝাই ট্রাকে চাঁদাবাজি করে। এর প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করেন চালের বাজারের মালিক ও শ্রমিক-কর্মচারীরা। এর মধ্যে পুলিশ ইকবালকে ধরতে অভিযান চালালেও তাকে পায়নি। পুলিশ তার ছোট ভাই তৌহিদকে আটক করে থানায় নিয়ে যায়।
তিন শিবির কর্মী গ্রেফতার : চট্টগ্রামের বাকলিয়ার একটি মেস থেকে তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ১৮ আগস্ট পুলিশের ওপর হামলা, রাইফেল লুট ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, ১৮ আগস্ট বাদুড়তলায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটক এই তিন শিবির কর্মী জড়িত ছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।