আমাদের কথা খুঁজে নিন

   

প্রকল্প পরিদর্শনের দায়িত্বে মন্ত্রী-সচিব

এখন থেকে প্রকল্প পরিদর্শনে যাবেন মন্ত্রী-সচিবরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এ উদ্যোগ নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করার পাশাপাশি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ থেকেই সরকারের এ নতুন উদ্যোগ কার্যকর হচ্ছে। ঢাকা-কাঁচপুর আট লেন সড়কের অগ্রগতি পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ প্রকল্পটি পরিদর্শন করবেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প মূল্যায়ন ও পরিদর্শন কার্যক্রমের কাজটি করে থাকে পরিকল্পনা কমিশনের আইএমইডি। তবে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও এর গুণগত মান অক্ষুণ্ন রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সভায় প্রকল্প পরিদর্শনে মন্ত্রী ও সচিবদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। এর মধ্য দিয়ে একটি নতুন উদ্যোগের সূচনা ঘটতে যাচ্ছে এমন উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, এখন প্রতি সপ্তাহে মন্ত্রী ও সচিবরা একটি করে প্রকল্প পরিদর্শনে যাবেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.