আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশিত খবরে উপমন্ত্রীর প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিনে ১৩ মার্চ প্রকাশিত 'মধ্যরাতে সন্ত্রাসী ধরতে নিজেই গেলেন উপমন্ত্রী' শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো প্রতিবাদে বলা হয়_ কিছু দিন ধরে উপমন্ত্রীর মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তার ছেলেমেয়ে এবং পরিবারের অন্যদের হুমকি দেওয়াসহ আজেবাজে কথা বলে গালিগালাজ করলে তার পিএস জায়েন উদ্দিন মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন। বিষয়টি ডিবি অফিসে জানালে তারা অপরিচিত মোবাইল নম্বরটির অবস্থান লালমাটিয়ার সি ব্লকের ৬/৯ অ্যাপার্টমেন্টে বলে চিহ্নিত করেন। এরপর সংশ্লিষ্ট থানার ওসি ও পুলিশের দুটি মোবাইল টিমসহ উপমন্ত্রী অ্যাপার্টমেন্টে গিয়ে নম্বরটির ব্যবহারকারীকে শনাক্ত করার চেষ্টা চালান।

প্রতিবেদকের বক্তব্য : সংশ্লিষ্ট আবাসিক এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। মোবাইল ফোনে হুমকিদাতাকে শনাক্ত করতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক সংস্থা রয়েছে। রাত দেড়টায় উপমন্ত্রীর সশরীরে উপস্থিতিতে হুমকিদাতা শনাক্ত করার চেষ্টায় যে পরিস্থিতির সৃষ্টি হয় তাতে ঘুমন্ত অ্যাপার্টমেন্টবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.