ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের তিন নাগরিককে পিটিয়ে হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, ভারতের ত্রিপুরায় জনগণের হাতে নিহত তিন বাংলাদেশির বিষয়ে আনুষ্ঠানিক কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে গত রাত সাড়ে ৭টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকার ১৯৬৬ নং পিলারের কাছে বিজিবি'র কাছে বিএসএফ লাশ ৩টি হস্তান্তর করে।
এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দ্রুত মরদেহ হস্তান্তর, তদন্ত কমিটি গঠন এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।