আমাদের কথা খুঁজে নিন

   

মাদকাসক্তি প্রতিরোধে দেশব্যাপী পরিপ্রেক

মাদকাসক্তি নিরাময় এবং মানসিক রোগ প্রতিরোধে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করল পরিপ্রেক্ষিত নামে একটি সংস্থা। বিশ্বব্যাংকের অর্থায়নে ও স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে এই প্রচারাভিযানে পরিপ্রেক্ষিত দেশজুড়ে চার মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু করছে। আগামী এপ্রিল মাসে এ প্রচারাভিযান শেষ হবে। গতকাল রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে এই প্রচারাভিযানের উদ্বোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে ১ কোটি ৬০ লাখ মানুষ কোনো না কোনোভাবে মানসিকভাবে অসুস্থ। এর মধ্যে ৮৪ লাখ গুরুতরভাবে অসুস্থ।

প্রচারাভিযান উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রচারাভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। অনুষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর প্রধান মো. নাসির উদ্দিন, পরিপ্রেক্ষিত-এর সমন্বয়ক মাহবুবুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. কামরুল হাসান, গবেষণা সহযোগী কেয়া রায় উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.