আমাদের কথা খুঁজে নিন

   

নেই শুধু আশরাফুল

মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেনদের চেয়ে তারকাখ্যাতি কোনো অংশে কম নেই মোহাম্মদ আশরাফুলের। প্রথম চার ক্রিকেটারকে দলভুক্ত করতে প্রিমিয়ার বিভাগের ১০টি ক্লাব গতকাল লড়াই করেছে লটারিতে। জয়ী হয়েছে চার ক্লাব শেখ জামাল ধানমন্ডি, কলাবাগান ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। অথচ এই মৌসুমের দলবদলের আলোচনাতেই নেই টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল।

আলোচনায় না থাকার কারণ একটাই, দলবদলের জন্য ১৮৮ ক্রিকেটারের যে তালিকা করেছে বিসিবি, তাতে নেই আশরাফুলের নাম। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিঙ্ংিয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

গত দেড় দশক ধরে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ আশরাফুল। গেল মৌসুমে তিনি অধিনায়ক ছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। কিন্তু ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার কারণে ভিক্টোরিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ম্যাচে খেলেননি তিনি। যার ফলে শিরোপার কাছাকাছি এসেও স্বাদ নিতে পারেনি ক্লাবটি। সাময়িক নিষিদ্ধ থাকায় এবারের মৌসুমে দলবদলে অংশ নিতে পারেননি তিনি। দলবদল এবং প্রিমিয়ার ক্রিকেটে খেলতে পারবেন না, এ বিষয়ে জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বন্ধ ছিল তার টেলিটক মোবাইল ফোনটি। কিছুদিন আগে আইসিসি তাকে অভিযুক্ত করার পরও ক্রিকেটে ফেরার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.