১৩ আগস্ট আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সন্মেলনে স্পষ্টভাবে জানানো হয়েছিল বিপিএলের ম্যাচ ফিঙ্ংিয়ে জড়িত ৯ জনের কথা। অভিযুক্তদের ৫ জন দেশি ক্রিকেটার, দুজন বিদেশি এবং দুজন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কর্ণধার বাপ-ছেলে। ওই সংবাদ সন্মেলনে জানানো হয়েছিল অভিযুক্তদের আপিল করার শেষ তারিখ ২৭ আগস্ট। শেষ দিন আপিল করেন মোশাররফ হোসেন রুবেল, মাহাবুবুল আলম রবিন ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের দুই কর্ণধার। কিন্তু আপিল করেননি মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক আপিল না করে আইনজীবী নিয়োগের জন্য বর্তমানে অবস্থান করছেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে তিনি অবস্থান করছেন এক সপ্তাহ ধরে। তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের আইনজীবী ইয়াসিন প্যাটেলের সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়োগ দিতেই অবস্থান করছেন সেখানে। আশরাফুলের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন এমনটা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বন্ধু জানিয়েছেন, ট্রাইব্যুনাল কমিটি শাস্তি ঘোষণা করলেই তার বিপক্ষে লড়াই করবেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।