চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য বেশ কয়েকটি ক্লাব পেশাদার লিগ পেছানোর অনুরোধ করেছিল। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাবগুলোর অনুরোধে সাড়া দেয়নি। বরং আগামী ২৭ ডিসেম্বর থেকে পেশাদার লিগের সপ্তম আসর শুরু করতে চাইছে। তবে এখন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিদিন। খেলা হবে সপ্তাহে পাঁচদিন। লিগের কোনো স্পন্সর নেই। খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এছাড়া বিকল্প ভেন্যু হিসেবে গাজীপুর ও মানিকগঞ্জ স্টেডিয়ামের কথা মাথায় রেখেছে বাফুফে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ জানুয়ারির প্রথম সপ্তাহে নয়, মাঠে গড়াবে তৃতীয় সপ্তাহে। গতকাল বাফুফে ভবনে লিগ কমিটির এসব সিদ্ধান্তের কথা জানান লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।