আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়া বক্তব্য

নিজের বিষয়ে কিছুই বলিবার নাই

আসসালামু আলাইকুম, দেশের শিক্ষাঙ্গনগুলিতে বর্তমানে রাজনীতির নামে যে-সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানাধরনের অস্থিরতা চলিতেছে, তাহা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুউবই দুঃখজনক ঘটনা। বিশেষ করিয়া ক্ষমতাসীন ছাত্র-সংগঠনটি নিজেদের ভিতরে যে-রকম হানাহানিতে লিপ্ত তাহাতে তাহারা দেশ-জাতির জন্য তো বটেই, এমন কি নিজেদের রাজনৈতিক ক্ষেত্রে নিজেরাই বিপদ ডাকিয়া আনিতেছে। এই রকম চলিতে থাকিলে তাহাদের আর শত্রুর দরকার হইবে না। নিজেরাই নিজেদের অস্তিত্ব লুপ্ত করিয়া দিবে। এই পরিস্থিতেতে কেহ-কেহ ছাত্ররাজনীতি বন্ধের সেই পুরাতন জিগিড় তুলিতেছেন।

যেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ না-করা পর্যন্ত দেশের উন্নতিও স্থবির হইয়া থাকিবে। আমি মনে করি না যে ছাত্র রাজনীতি বন্ধ হইলেই শিক্ষাগনে সন্ত্রাস কমিবে। যতক্ষণ আইনের শাসন ঠিকমতোন কার্যকর না হইতেছে ততদিন নানা রকম অস্থিরতা শিক্ষাঙ্গনে থাকিবেই। আপনি এই অবস্থায় যদি ছাত্র রাজনীতি বন্ধ করিয়া দেন-- তাহা দিতে পারেন। তবে কিছুদিনের ভিতরেই দেখিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ( উদাহরণ স্বরূপ বলিলাম) শহীদুল্লাহ হল বনাম সূর্যসেন হলের মারামারি শুরু হইয়া যাইবে।

ইংরাজি বিভাগ বনাম দর্শন বিভাগের ছাত্রদের ভিতর ধাওয়া পাল্টা ধাওয়া আরম্ভ হইবে। বিষয়টা শুধু এইখানেই শেষ হইবে না। তখন বরিশাল (উদাহরণ) ছাত্রসমিতি বনাম মাদারিপুর ছাত্রসমিতির ভিতর কাজিয়া ফ্যাসাদ আরম্ভ হইবে। খেয়াল করিবেন ইদানিং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও নানারকম অস্থিরতা দেখা দিতেছে। সেখানে কিন্তু ছাত্ররাজনীতি কেন সবধরনের রাজনীতিই নিষিদ্ধ।

সমাজ যদি অস্থির থাকে তাহা হইলে শুধুই শিক্ষাঙ্গনে শান্তি স্থিরতা আশা করাটা নিছক দিবাস্বপ্ন। সমাজের এক-একটি অংশ আরকটি অংশের সহিত সম্পর্কযুক্ত। আপনার কানে ব্যাথা হইলেও ( আপনার কিডনি, ফুসফুস, যতোই সুস্থ থাকুক) আপনি অস্বস্তিতে ভুগিবেন। আর ছাত্রগণ যদি পরিচ্ছন্ন রাজনীতির চর্চা না-করিতে পারেন তাহা হইলে ভবিষ্যতে কাহারা দেশকে নেতৃত্ব দিবেন? ভালো নেতৃত্ব তো রাতারাতি তৈরি হয়না, হইতে পারেও না। সেইটার হাতে খড়ি ছাত্র অবস্থাতেই আরম্ভ করিতে হয়।

আমাদের দেশে দেখুন _ শেখ মুজিব, তাজউদ্দীন, হইতে আরম্ভ করিয়া আজকের মতিয়া চৌধুরী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু , ---উহারা প্রত্যেকই ছাত্রাবস্থা হইতেই রাজনীতির চর্চা আরম্ভ করিয়াছিলেন। আমার নিজের বিবেচনা ছাত্ররাজনীতির সামান্য অভিজ্ঞতা থাকিলে তারেক জিয়ার এতোটা অধঃপতন ঘটিতো না। জনগণের প্রতি খানিকটা হইলেও দায় অনুভব করিতেন। পরম করুণাময় আমাদিগকে সহজ সরল পথে পরিচালিত করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.