আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্ররাজনীতি চাই / চাই না



আমাদের ছাত্ররাজনীতির একটি গৌরবৌজ্জল ইতিহাস আছে । ৫২, ৬৯, ৭১, ৯০ র প্রতিটি আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ছাত্ররাজনীতি । তাই ছাত্ররাজনীতির নামে যতবারই বিভিন্ন বিশৃঙ্খলা হয়েছে , প্রাণহানি হয়েছে , চাঁদাবাজি হয়েছে, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে আমরা কিন্তু ছাত্ররাজনীতি বন্ধ হোক এটা ভাবতে পারিনি । কিন্তু এখন যখন আমরা দিন বদলের স্বপ্ন দেখতে শুরু করেছি তখন আমরা কি অন্যভাবে ভাবতে পারি না । আপনি হতে পারেন ছাত্র বা অভিভাবক ।

আপনি কি একটু ভাববেন- ১) ছাত্ররাজনীতির কল্যানে আমরা অনেক কিছু পেয়েছি তার বিনিময়ে আমরা কি দিয়েছি ছাত্রদের । যে ছাত্ররা তাদের লেখাপড়া বাদ দিয়ে আমাদেরকে স্বাধীনতার সূর্য্য ছিনিয়ে আনতে সাহায্য করেছে আমরা কি বিনিময়ে এ স্বাধীন দেশে তাদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে দিতে পেরেছি ? ২) আজ যদি ছাত্ররা রাজনীতি বন্ধ করে পুরোপুরি লেখাপড়ায় মনোযোগ দেয় তাহলে কি ক্ষতি হবে দেশের বা ছাত্রদের । ছাত্ররাই যদি সবকিছু করবে তাহলে কি দায়িত্ব আমাদের জাতীয় রাজনীতিবিদদের । তারা কি তাহলে এদেশকে রক্ষা করতে অপারগ ? ৩) ছাত্রদের প্রধান দায়িত্ব লেখাপড়া করা, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানে বিজ্ঞানে অর্থনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া । প্রকৃত শিক্ষার জন্য কি রাজনীতি অত্যাবশ্যকীয় ? ৪)আপনি যদি একজন সচেতন অভিভাবক হন আপনি কি চান আপনি কি চান আপনার সন্তান শিক্ষাঙ্গনে শিক্ষা অর্জন করুক না রাজনীতি করুক ? ৫) কারা আসলে ছাত্ররাজনীতি চায় যারা ছাত্রদেরকে তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে, যাদের অধিকাংশের নিজেদের সন্তান বিদেশে লেখাপড়া করে- কারা এরা???? ছাত্রদের অবদানকে কোনো ভাবেই ছোট করার ইচ্ছে আমার নেই ।

আমিও তো ছাত্র ছিলাম এবং বর্তমানে আমার ঐ সকল ক্লাসমেট যারা ছাত্ররাজনীতি করছে তাদের চেয়ে কোন অংশে খারাপ নেই আমি এবং জাতীয় উন্নতিতে আমি তাদের চেয়ে কম অবদান রাখছি বলে আমার মনে হয় না । এ সবই আমার মতামত । আমার এই লেখাটির উদ্দেশ্য আমি আসলে আপনাদের ছাত্ররাজনীতি সমন্ধে মতামত জানতে চাই । আপনি ছাত্র হোন বা অভিভাবক হোন আপনি ছাত্ররাজনীতি পছন্দ করেন বা নাই করেন আপনার সুচিন্তিত মতামত জানাবেন । হয়তো আমি ভুল হতে পারি ।

মানুষ মাত্রই ভুল ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.