অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সামুর পোষ্ট ঘেঁটে, চুপিচুপি ভীরু মনে কিনেই ফেললাম একখান ইউএসবি EDGE (এজ) মোডেম। ভেবেছিলাম খারাপ হলে কিংবা স্পিড কম হলে কাউকে বলবই না। কিন্তু স্পিড তো মোটামুটি ভালই পাচ্ছি
যাহোক মোডেম আর ইন্টারনেট স্পেসিফিকেশন দেখুনঃ
ব্র্যান্ডঃ HAME (চাইনিজ)
আইএসপিঃ জিপি ইন্টারনেট
স্পিডঃ গড়ে ২৫ কিলোবাইট/সে (IDM দিয়ে ডাউনলোড করলে ৩০এর উপর পাই)
ব্রাউজিং এরিয়াঃ ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা
তবে আপনাদের কাছে যা জানতে চাইঃ
জিপির পাশাপশি একটেল (রবি) ইন্টারনেট ব্যবহার করতে চাই। একটেল কি EDGE সুবিধা দেয়??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।