আমাদের কথা খুঁজে নিন

   

পানিতে ডুবে ছয় শিশুর প্রাণহানি

ঝিনাইদহ, নওগাঁ ও ফরিদপুরে পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। গাইবান্ধায় নদীতে ডুবে মৃত্যু হয়েছে এক বুদ্ধি প্রতিবন্ধী মহিলার। ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পারফলসী গ্রামে গতকাল পনিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো_ ওই গ্রামের উজ্জ্বলের ছেলে টনি (৪) ও জুয়েলের ছেলে হৃদয়। নওগাঁয় খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে শাফিকুল ইসলাম ও মিনহাজুল ইসলাম সৈকত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ফারাদপুর পূর্বপাড়া গ্রামে গতকাল মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। ফরিদপুর শহরতলীর বিল মামুদপুরের জুলমত মাতুব্বরের ডাংগী গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শাওন (৮) ও ইমন (৭) বাড়ির কাছে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.