আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসীরা দেশকে নিয়ে লিখুন, পুরস্কার জিতুন

প্রবাসে থেকেও দেশেই মন পড়ে থাকে প্রবাসীদের। দেশ নিয়ে আপনাদের রয়েছে নানারকম আবেগ-অনুভূতির গভীর কথা। আপনাদের সেই অনুভূতি, অভিজ্ঞতার কথা পাঠকদের কাছে পৌঁছে দিতে চায় প্রথম আলো।

প্রবাসীদের জন্য ‘প্রবাসে থেকেও দেশ’ নামের একটি ‘লেখা প্রতিযোগিতা’র আয়োজন করেছে প্রথম আলো। এতে দেশ নিয়ে স্বপ্ন, অনুভূতি, অভিজ্ঞতার কথা লিখতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।



প্রবাসীদের নির্বাচিত লেখাগুলো প্রথম আলো অনলাইনে (prothom-alo.com) প্রকাশিত হবে। প্রতিযোগিতায় জয়ী পাঁচজনের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছে প্রথম আলো কর্তৃপক্ষ। প্রথম দুজন পাবেন বর্তমানে অবস্থানরত দেশ থেকে বাংলাদেশে আসা-যাওয়ার বিমান টিকিট। বাকি তিনজনকে পুরস্কার হিসেবে পাঠানো হবে বই।

প্রতিযোগিতায় অংশ নিতে ৫০০ শব্দের মধ্যে দেশ নিয়ে বাংলায় লিখতে হবে।

লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবি থাকলে তাও পাঠানো যাবে। অবশ্য সে ছবি আপনার তোলা কিংবা অন্য কারও হলে অনুমতি নেওয়া ছবি হতে হবে। লেখা পাঠানো যাবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।
বাংলা নববর্ষের শুরুর দিন পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) বাছাইকৃত লেখাগুলো প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশ করা হবে। এরপর ৭ মে পর্যন্ত অনলাইন ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।

প্রথম আলো ডটকমে লগইন করে ভোট দেওয়া যাবে।

প্রবাসীদের মনের কথা সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই দেশ নিয়ে ৫০০ শব্দে মনের কথা লিখে দ্রুত পাঠিয়ে দিন।

লেখা পাঠানো ও বিস্তারিত জানার লিংক-  http://www.prothom-alo.com/probashi

 

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.