সংগীতশিল্পী আরফিন রুমির আচরণে হতবাক প্রবাসীরা। বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি আমেরিকায় জন্মগ্রহণকারী অথবা বড় হওয়া প্রজন্মে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে গত সপ্তাহে ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত 'নর্থ-আমেরিকা বাংলাদেশ কনভেনশন' (এনএবিসি)-এ হিন্দি গান পরিবেশন করেন এই শিল্পী। গান শেষে উদ্যোক্তারা মঞ্চের পেছনে ডেকে আরফিন রুমিকে হিন্দি গান গাইতে মানা করেন। এ অনুরোধ করার পরই ক্ষেপে যান রুমি। সম্মেলনের আয়োজকদের উদ্দেশে এমন সব মন্তব্য ছুড়ে দিতে থাকেন-যা দর্শক-শ্রোতাদেরও ক্ষেপিয়ে তোলে।
রুমি বলেন, 'টাকার বিনিময়ে গান গাইতে এসেছি বলে কী তারা (আয়োজক) আমার মাথা কিনে নিয়েছেন? তাদের সন্তানেরা কী বাংলায় কথা বলেন? তাদের বাসায় কী হিন্দি গান বাজে না? তাহলে আমার সঙ্গে এমন আচরণ করা হলো কেন? আমাকে কেন স্বাধীনভাবে গান গাইতে দেওয়া হচ্ছে না?' এতে সম্মেলন কমিটির কনভেনর মোহাম্মদ জামান ছুটে যান মঞ্চে। তিনি রুমিকে স্মরণ করিয়ে দেন যে, এখানে শুধু বাংলায় গান পরিবেশনের শর্ত আগেই জুড়ে দেওয়া হয়েছে। এতদসত্ত্বেও হিন্দি কেন গাওয়া হলো? বাংলা গান গাইতে তার কোনো সমস্যা থাকলে রুমি যেন মঞ্চ ছেড়ে দেন_এ অনুরোধও জানান ক্ষুব্ধ জামান। এ আহ্বানে সাড়া দেওয়া দূরের কথা, রুমি আরও উত্তপ্ত হন এবং কড়া সমালোচনা আরম্ভ করেন। এ সময় দর্শকরাও রুমির আচরণে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তাকে মঞ্চ থেকে তাড়িয়ে দেওয়ার দাবি জানাতে থাকেন।
অবস্থা বেগতিক দেখে রুমি বাংলা গান শুরু করেন। কিন্তু দর্শক সারি থেকে রুমির বেয়াদবির জন্য তাকে শায়েস্তার দাবি উঠে। একপর্যায়ে রুমি সবার কাছে নিজ আচরণের জন্যে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন। সম্মেলন কমিটির কনভেনর মোহাম্মদ জামানকে মঞ্চে ডাকেন প্রকাশ্যে ক্ষমা চাইবেন বলে। কিন্তু রুমির আচরণে মোহাম্মদ জামান হতভম্ব এবং প্রচণ্ডভাবে ব্যথিত ছিলেন বলে ওই আহ্বানে সাড়া দেননি তিনি।
সে সময় ভীতসন্ত্রস্ত রুমি বলেন, আমি যদি তার (মোহাম্মদ জামানের) সন্তান হতাম তাহলে তিনি কী আমাকে ক্ষমা করতেন না?
উল্লেখ্য, ফ্লোরিডায় নতুন প্রজন্মের অনিভা জামানের নেতৃত্বে গঠিত হয়েছে 'বেঙ্গল মেইহেম। ' এর সদস্য সবাই জন্মগতভাবে আমেরিকান এবং তারা কলেজ-ভার্সিটির ছাত্রছাত্রী। এ গ্রুপের সবাই বাংলায় গান ও নাচ করেন তিন দিনের এ সম্মেলনে। এ গ্রুপের সদস্যের মধ্যে কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং শ্বেতাঙ্গ আমেরিকানও রয়েছে। তারাও বাংলা সংগীত রপ্ত করেছেন।
বাংলা সাহিত্য-সংস্কৃতি সুদূর প্রবাসে লালনের প্রত্যয়ে অনুষ্ঠিত এনএবিসি সম্মেলনে অপ্রয়োজনীয়ভাবে হিন্দি গান গেয়ে আরফিন রুমি অমার্জনীয় অপরাধ করেছেন বলে সম্মেলনের কর্মকর্তারা বার্তা সংস্থা এনার কাছে মন্তব্য করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।