আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার ইতিহাস জ্বলে উঠলে

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

আমাদের মাটি আমাদের ঘর দিগন্তখোলা ছাদ আমাদের বায়ু পাহাড় বনানী আমাদের নদনদী এটুকু লয়েই প্রাণের ভেতর আজন্ম পুষিতেছি শোণিতরাঙা ঝলসানো এই প্রিয় ভূখণ্ডখানি আমাদের দেহে আর্যানার্য আদি বাঙালির লোহু বীর পুরুষের বীজ বুনে গেছে শত শতাব্দী কাল আমরা কাহারো পরাভব মেনে সত্তা দিই নি বেঁচে আলেকজান্ডারও লেজুড় গুঁটিয়ে পিছু হঁটে গিয়েছিল আমাদের আছে গর্ব করার ইতিহাস সম্ভার আমরা টুটেছি শোষণকারীর দর্প-অহংকার সেই ইতিহাস খুঁড়ে খুঁড়ে আজ আগুনের খনি থেকে চিনে নিতে হবে শান নিভে যাওয়া আমাদের সত্তাকে সেই চেতনায় জোয়ার আসুক, কাটুক কুটিল রাত ঝলসে উঠুক বীর বাঙালির সংঘবদ্ধ হাত আমাদের বায়ু পাহাড় বনানী আমাদের নদনদী আমাদের মাটি আমাদের ঘর দিগন্তখোলা ছাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.