₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠
আজ শুক্রবার সকালে রাজধানীর বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে নিজামী স্বিকার করেল যে তার এই দেশের স্বাধিনতা বিরোধি একটা দল।
.
.
.
.
.
সূত্র: শির্ষ নিউজ
আমার মনে হয় সারা দেশে ব্যাপক গন প্রতিরোধের মুখে আজ তারা সত্য স্বিকার করে নিতে বাধ্য হল। তাদের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই জীবন বাচাতে শেষ চেষ্টা হিসাবে জনগনের সহনোভূতি পাওয়ার আশায় তাদের জঘন্য কৃত কর্মের দোষ স্বিকার করে নিচ্ছে।
নিজামি আরও স্বিকার করে যে তারা ৭১ সালে এই দেশের স্বাধিনতা বিরুদ্ধে দলিয় ভাবে কাজ করেছে।
সেই সময় স্বাধিনতার বিরুদ্ধে কাজ করা মানে পাকিস্থানি হানাদার বাহিনির পক্ষে কাজ করা। এক কথায় বলা যায় মুক্তিযোদ্ধাদের দমন করার জন্য যা যা করা লাগে তাই করা।
তাহলে আমার প্রশ্ন মনে প্রানে ও কাজে কর্মে সব ক্ষেত্রে স্বাধিনতা বিরোধি এই দলের ততকালিন সব সদস্যের উপযুক্ত বিচার করে এই দলটিকে কেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হবেনা? কোন যুক্তিতে এই দল বাংলার মাটিতে রাজনিতী করবে?
শিবির ব্লগারদের প্রতি আহবান জানাচ্ছি আমার প্রশ্নটির এক কথায় উত্তর দিয়ে যত খুশি এই পোষ্টে মাইনাস দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।