আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনের শুভেচ্ছা

পঙ্খিরাজে চাদেঁর দেশে
সুলতানা'র জন্মদিনে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং আকুল মনের ব্যাকুল অনুভূতির এই কবিতা তাকে উপহার দিলাম! ভোরের কিরণ গগণ জুড়ে ফর্সা যখন হলো, তোমার শুভ জন্মদিনের বার্তা দিয়ে গেলো। হাসি খুশি সুখ কুড়াতে ফিরে এলো জন্মদিন, নতুন ভাবে মনে প্রাণে ভালোবাসব প্রতিদিন। দূরে থেকেও নয় তো দূরে আছো হৃদয় মাঝে, আছো আমার নয়ন কোণে সকাল দুপুর সাঁঝে। জন্মদিনের প্রেম উপহার সাজিয়ে ঘরে রাখি, ফুলের সাথে প্রজাপতির জড়িয়ে মাখামাখি। চোখের ভাষা বুকের আশা এক হয়েছে দুই, তুমি আমার সাত সকালে শিশির ভেজা জুঁই।

ঘোর আধাঁরে জোনাক যেমন মিটিমিটি জ্বলে মনের ভিতর পিদিম জ্বলে তুমি কাছে এলে। সেই পিদিমে আমার ঘরে চাঁদের বাতি ম্লান, তোমার সাথে দেখি তবু ঝলমলে আসমান। জন্মদিনে লাল গোলাপের ভালোবাসা দিলাম, রাঙ্গা ঠোঁটে আলতো ছোঁয়া সঙ্গে রাখিলাম। লক্ষ কোটি তারার মেলায় একটি মাত্র চাঁদ, চাঁদকে দেখে সবাই মিঠায় মনের তৃষ্ণা স্বাদ। আমার মনের মনিকোঠায় তুমিই সেই চাঁদ, শত জনম দেখলেও কেউ করবেনা প্রতিবাদ।

হৃদয় রাজ্যের রাণী তুমি আমি পাহারাদার, চব্বিশ ঘন্টা দেখা শোনা আমারই অধিকার। জন্মদিনের শুভক্ষণে জানাই তোমায় শুভেচ্ছা, হাজার বছর ধরার বুকে সুখে থাকার সদিচ্ছা। কাছাকাছি ছায়ার মতন থাকব পাশে দু’জনা, দীর্ঘস্থায়ী সুখের জীবন আজকে করি কামনা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।