আমাদের কথা খুঁজে নিন

   

অক্সিজেন

আপাতত ঘুরপাক খাচ্ছি!
গ্রামের রাখালবালকরা দুর্দান্ত হয়ে উঠেছে তাদের উৎপাত বেড়ে ছিচকে চোরের খাতায় নাম মায়ের কেজি খানেক চাল থেকে সুপারি কাদি পর্যন্ত বাদ যাচ্ছে না হাপিস করে তাদের কে সিনেমা হলে দেখা যাচ্ছে তারা আজ চোর ডাকাত পুলিশ সিনেমার নায়ক হিসেবে অবতীর্ণ সাঙ্গপাঙ্গদের সঙ্গে ডায়ালগ তথা সিনেমার ভঙ্গিতে দিন কাটে দিন পেরিয়ে গুল্ফরেখা দেখা দেয় রাখালবালকদের সঙ্গে পাল্লা দিয়ে চুরিও পরিবর্তিত হয় কখনও বা গোয়ালের বলদ বেচা শ’খানেক টাকা কখনও বা মিনতিদের হরিণী নেত্র আর হৃদয় চুরি বলদ বেচা টাকায় লম্বা ও মোটা হউন বই ক্রয় নির্দেশিকানুযায়ী ব্যায়াম আর আরচোখ মিনতি পানে মিনতিরা বড্ড বেশী উদাসীন হৃদয় দিল, হরিণী নেত্রে চাইলো বটে বধূ হলো দূর পরবাসে কোন এক সওদাগরপাড়ার সওদাগরদের জয়ী করার ব্যবস্থা সমাজের পুরাতন রেওয়াজ মিনতিদের কি রাখালবালকদের জন্য কোন দু:খবোধ নেই হয়তবা আছে - হৃদজুড়ে ভালবাসা - আর বিষাদভরা গ্লানি রাখালবালকরা আজ বড় উদভ্রান্ত তারা আজ অক্সিজেনহীন নগরে হাঁসফাঁস করে যদি এক বুক অক্সিজেন পাওয়া যেত তা আর হয়না তাদের প্রাণ আজ ওষ্ঠাগত দীর্ঘশ্বাস গুলো সূদূর সওদাগরপাড়ার কবাটে কষাঘাত করে আর কেঁদে ফিরে ছবিসূত্র: আন্তজাল
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.