বা
ত্রিশ বছর বসে আছি ছিপ ফেলে কবিতার
শয়তান ডাকে পাপের তরী ভাসান দিয়ে,
একলা ডাহুক হিজল গাছের ডাল-পালায়,
চিরল চিরল পাতার ছায়ায়, একটানা যেমনি ডাকে-
আর ঈশ্বর দেখান পূন্য পথের অলিগলি-
ত্রিশ বছর বসে আছি ছিপ ফেলে কবিতার ,
বরশিখানি গিলব কখন! আপন ছিপের আপন আধার।
কবিতা কি পুরাণ বাণী, রাবন-লক্ষ্মন, কুরুক্ষেত্র, সীতার ত্যাগের
বিরল চরণ, কল্পলোকের গীতিগাঁথা, জীবনহীন তত্ত্ব কথা,
লন্ড-ভন্ড?
কবিতা কি শুধুই আবেগ, মিথ্যার আলোর তীব্র প্লাবন, মায়ায়
বোনা মাকরসার বসত বাড়ি, কবিতা কি শুধু ফানুস,
নাটাইচ্যুত ভোকাট্টা ঘুড্ডি নাকি?
কবিতা কি শব্দ শুধু, রাশি রাশি মন হারানো উপমা তার,
চিত্ত হরণ রিক্ত কারণ, জীবন পথে ভীষন বারণ!
হায়! কবিতার সাথে হলোনা-তো গৃহস্থালী, পরকীয়া প্রেম আমার,
কেবল নেশা, কেবল নেশা, দায়িত্বহীন?
শয়তান আর ঈশ্বর প্রেমিক দায়িত্ব সব বুঝে নিল?
আমাকে পথ দেখায়, শাসন করে! আমি এতোই বেকুপ?
অই শুনি, চারিদিকে শব্দ শুনি যাচ্ছে ভেঙে
গর্জে উঠে ভীষন স্রোতে, দূর হতে সে গর্জে ওঠে
আছড়ে পরে আমার ধারে, আছরে পরে মাথার তীরে
ধীরে ধীরে সব যাচ্ছে ক্ষয়ে, যাচ্ছে ক্ষয়ে
শঙ্খনীল কারাগারের দেয়ালগুলো
যাচ্ছে ক্ষয়ে অলৌকিক স্বপ্ন স্বাদের প্রাসাদগুলো
অন্য পথে চেষ্টা ছিল, বিপ্লবের মন্ত্র এলো , মানুষকেই
দাঁড় করালো শ্রেণীদ্বন্ধের প্রান্ত সীমায়, পরস্পরে
রক্তক্ষরণ। ভুল ছিল, গভীর একটা ক্ষত ছিল, তবুতো
চেষ্টা ছিল, চেষ্টা ছিল...
ত্রিশ বছর বসে আছি ছিপ ফেলে কবিতার ,
বরশিখানি গিলব কখন! আপন ছিপের আপন আধার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।