আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিশ লক্ষ শহীদ এবং আমরা....

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"

চমতকার লিখছেন যুকতিগগ.........তয় কষ্ট লাগে যখন দেখি আমাদের শ্রেষ্ট সন্তানেরা ভিক্ষা করে.......শুধুমাত্র জীবনটা যাপনই করে যাচ্ছে.....অমানবিক ভাবে!!! যারা শহীদ হয়েছেন তাদেরকে তো আমরা জাগতিকভাবে কিছু করতে পারবো না.....কিন্তু কি করছি যারা বেচে আছে তাদের জন্য???? এখনো বোধহয় সময় আছে সেই শ্রেষ্ট সন্তানদের জন্য কিছু করার।।।। বিতর্ক বাদ দিয়ে চলুননা কিছু করি.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।