আমাদের কথা খুঁজে নিন

   

জনগণকে মুক্ত করুন



আওয়ামী লীগ তথা মহাজোটকে ডুবানোর জন্য বিরোধীপক্ষের আন্দোলন-সংগ্রাম বা প্রপাগান্ডার কোনই প্রয়োজন নেই। দেশে বিরাজমান বা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ক্ষমতাও নেই। যে ক্ষমতা দিয়ে জনগণকে জাগিয়ে তুলতে পারে। দেশের বারোটা বাজার আগেই জনগণকে মুক্ত করার মতো কোন জাদু-মন্ত্রও নেই। অন্ত:ত বাংলাদেশের ক্ষেত্রে এমনটি কল্পনাও করতে পারি না।

দেশময় এক অরাজক পরিস্থিতি। ছাত্রলীগের মধ্যেকার হানাহানি, রক্তপাত আর অস্ত্র-পাশলীর খেলায় জিন্মি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষ করে টেন্ডারবাজির খেলায় দেশের মানুষ এখন এক প্রকার সন্ত্রস্ত অবস্থা। আমাদের দেশে একটা গল্প চালু আছে। সেটা হলো বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ।

আমি এমনটা বলতে চাই না। কারণ অনেক। সেটা বিবৃত করার দরকার নেই মনে করছি। পঞ্চগড়ে ছোট্র টেন্ডারের ঘটনায় একজন নৃশংসভাবে নিহত হয়েছেন সরকার দলীয় লোক। না কোন যুদ্ধাপরাধী বা জামায়াত-শিবির তার রগ কাটে না।

কিংবা নিহতও করেনি। স্বয়ং স্ব গোত্রীয় অস্তবাজদের হাতেই নির্মম হত্যার শিকার তিনি। একই দিনের পত্রপত্রিকার খবরে দেখা গেলো দিনাজপুরের টেন্ডারবাজির ঘটনা। ছাত্রী নির্যাতন-হয়রাণি ও লাঞ্ছনাতো অহরহই ঘটছে সরকার দলীয় ডিজিটাল ক্যাডারদের হাতে। ইডেনের বহুল আলোচিত ঘটনাগুলোতো রীতিমত আমাদের সবার জন্য লজ্জার।

বিচার ও সমাধান আশা বা প্রত্যাশা করবো কার কাছে? কোথায় এবং কিভাবেই বা এসবের সম্ভব সুষ্ঠু একটা সমাধান? কারণ ট্রেনের ইঞ্জিন বা মাথায় গলদটা থাকলে যাবেন কোথায়? আমরাতো জানি বিগত নির্বাচনের আগে দলীয় প্রার্থী মনোনয়নের কাহিনী। ২০০৬ সালের ২২ জানুয়ারির বাতিল নির্বাচনে পাওয়া প্রার্থীদের মধ্যে ১৪৪ জন মনোনয়ন পাননি ২৯ ডিসেম্বর ২০০৮ এর নির্বানে। এমন অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্নভাবে। এটার সত্যাসত্য কেবল আওয়ামী লীগই জানাতে পারে দেশবাসিকে। তবে এই যে প্রার্থী পরিবর্তন এর ভেতরে ছিল টাকার খেলা।

ফলে টাকাওয়ালা, ব্যবসায়ী ও সেনাবাহিনীর পছন্দের লোকেরা সংসদে গেলে যা হবার তাই ঘটছে এখন। সরকারের হাতে এখনও সময় আছে স্বদলীয় ক্যাযারদের থেকে দল, দেশ বাঁচাতে এক্ষুণি কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষ পানি, বিদ্যুত ও গ্যাসের জন্য সংগ্রাম করছে। এরপর যদি আবার সরকার দলীয় ক্যাডারদের এসব খেলাও দেখতে হয় তাহলে কিন্তু মানুষ বেশিদিন ঘরে বসে থাকবে না। দেশের মানুষ বাঁচাতে, মানুষের স্বার্ধ রক্ষা আর সমস্যার সমাধানে পরিচ্ছন্ন হোক দেশের রাজনীতি।

এমনটাই প্রত্যাশা সবার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.