আমাদের কথা খুঁজে নিন

   

জনগণকে দাসের রাজত্বে ফেলা হয়েছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, জনগণ রাষ্ট্রের মালিক। কিন্তু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬-এর মাধ্যমে জনগণকে দাসের রাজত্বে ফেলে দেওয়া হয়েছে। বিরোধী দলের এ বিষয়ে  আপত্তি নেই। সম্ভবত তারা বিষয়টি উপভোগ করছে। অচিরেই ক্ষমতায় গিয়ে তারা আইনটি প্রয়োগ করবে।


আজ শনিবার ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬ ও তার সংশোধন: বাকস্বাধীনতার প্রতিবন্ধক?’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে আইনজীবী শাহদীন মালিক বলেন, এ ধরনের আইন মধ্যযুগে ছিল। এই আইনের মাধ্যমে দেশকে অসভ্য যুগে ফিরিয়ে নেওয়া হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্লাস্টের পরিচালক সারাহ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান, ব্লগার আসিফ সোহেল, সামহোয়ার ইন ব্লগের নির্মাতা গুলশান ফেরদৌস। সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী হামিদা হোসেন।

সঞ্চালনায় ছিলেন ইফতেখারুজ্জামান। সেমিনারে সবাই আইনের ৫৭ নম্বর ধারার বিলুপ্তি চান।
আইনের ৫৭ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে এমন কিছু প্রচার করে, যা মিথ্যে ও অশ্লীল, যা রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এমন অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.