চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন....
বর্তমান সময়টাকে জাতীয় দুর্যোগ ঘোষনা করার নানাবিধ দাবি উঠেছে বিভিন্ন কারনে...সবার প্রথম দাবি এই মুহর্তে বিদ্যুত..
তবে এর পাশাপাশি আরও অনেক কারন আছে যে জন্য সরকারের উচিত এই মুহুর্তে জাতীয় দুর্যোগ ঘোষনা করা।
নাই বিদ্যুত, পানির অবস্তা চরমে... মানুষের অসহায়ত্ব যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে..বিরোধীদল বলে দেশে কিছু আছে কিনা জানি না তবে সরকারী দলের নেতাদের চাপাবাজিতে দেশ এক চরম ক্লান্তিলগ্নে পৌছে গেছে।
একদিকে বিদ্যুতের জন্য মানুষের হাহাকার, পানির জন্য ঢাকায় সড়ক অবরোধ করতেছে এলাকা বাসী, বিদ্যুতের অভাবে ব্যাবসা প্রতিষ্টান বন্ধের উপক্রম .. এমন চরম অবস্তায় যুবলীগ-ছাত্রলীগের তাদের আখের গুছানোর কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে ..
গতকাল প্রথম আলোতে দেখলাম ৪-৫ বছরের শিশু ধর্ষিত, আজকের পত্রিকা খুলেই দেখলাম যুবলীগ-ছাত্রলীগের টেন্ডারবাজি ..
সরকারী পুকুর ইজারার দরপত্র দাখিল নিয়ে বৃহস্পতিবার পঞ্চগড়ে যুবলীগ-ছাত্রলীগের দু'গ্রুপের সশস্ত্র সংঘর্ষে একজন নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। এদিকে, বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর বাউফল পৌরসভা কার্যালয় থেকে পে-অর্ডারসহ দরপত্র ছিনতাই করেছে যুবলীগ সমর্থক কয়েক ক্যাডার।
এ সময় সন্ত্রাসীরা অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলে। পঞ্চগড়ে নিহত ছাত্রলীগ কর্মীর নাম ফারুক হোসেন (২৪)।
আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ফারুক হোসেনের লাশ নিয়ে রাজনীতি করে ছাত্রলীগ-শিবিরের ভয়াবহ অবস্তার পর দীর্ঘদিন দিন পর যখন ক্লাস চালু হল আবার ও ছাত্রলীগের তান্ডব শুরু!!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে গত বুধবার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত হয়েছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা হলেও ভাঙচুর চালান। ছাত্রলীগ প্রাধ্যক্ষকে পদত্যাগ করার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে।
দোষীদের শাস্তির দাবিতে আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের সব হল প্রাধ্যক্ষ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রভোস্ট কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
সবকিছু মিলিয়ে দেশে এক দুর্যোগ চলতেছে একে "জাতীয় দুর্যোগ" ঘোষনা করে সরকারের উচিত সার্বিক পরিস্তিতি মোকাবেলা করা ... এই মুহুর্তে ছাত্ররাজনীতি সাময়িক বন্ধ অথবা শুধু ছাত্রলীগের রাজনীতি সাময়িক বন্ধ করলেও চলে..এবং রবি ভাইয়ের দেয়া প্রস্তাবগুলা বিবেচনা করা উচিত...
আমরা সাধারন জনগন শান্তি চাই, আপনাদের মুখের কথায় এই শান্তি আর পাই না, কাজ করে দেখান..২০১৩-২০২১ সালে কি হবে সেটা আর শুনতে চাই না, কে কি করে গেল সেট আর শুনতে চাই না..আপনারা আমাদের জন্য কি করেছেন সেটা দেখান..মিথ্যা আশ্বাসের দিন আর চাই না..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।