আমাদের কথা খুঁজে নিন

   

চলুক দেশটা এভাবেই- সুখে থাকলে ভুতে কিলায়।

চলো আবার সবুজ গড়ি

আমার কিছুই করার নেই... সারাক্ষন অপেক্ষায় থাকি কখন বিদ্যুৎ আসবে। আবার এলেও অপেক্ষায় থাকি কখন যাবে... যদি বেশীক্ষন স্থায়ী হয় তাহলে অজানা শংকায় কলজে কেঁপ ওঠে... বেশীক্ষন থাকা মানেই আরো বেশীক্ষন না থাকা। অসহ্য হয়ে উঠেছে জীবন। দোষারোপ করা কোনো বুদ্ধিমান সরকারের কাজ নয়। নির্বুদ্ধিতার করাল গ্রাস থেকে আসুন সরকার ও দেশকে বাঁচাতে সাহায্য করি।

সরকারকে সাহায্য করা হচ্ছে এমন যে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে সাহায্য করতে হবে। নয়তো তার আলসে চোখের মায়াময় ঘুম কোনোদিনই কাটবেনা। থাকেতো এসি রুমে, আসে যায় এসি গাড়িতে... যার ফলে টের পাওনা সোনা যাদুরা। সুখে থাকলে ভুতে কিলায়। মানুষ যখন সকল ভয় কাটিয়ে শংকার কবর দিয়ে তোমাদের প্রত্যেকের বাসা ঘেরাও করে সচিবালয় ঘেরাও করে পানি বিদ্যুত ও গ্যাসের লাইন খুলে দেবে তখন টের পাবা যে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পানির জন্য অপেক্ষা করার মহতি কাজটা তোমাদের কতটা পেইন দেয়।

সাধারন মানুষ এমনিতেও মরবে অমনিতেও মরবে। না'হয় অধিকার আদায়ের জন্য বীরের মতো তোমাদের আদুরে কালো আকাশী বাহিনির, ধোলাই গুলি খেয়েই মরলো... তবুও অন্তত হসপিটালের বেডে শুয়ে অক্সিজেনের অভাবে মরতে হবেনা... বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন টেনে এক বুক কষ্ট আর বেদনা নিয়ে বিদায় নেবে এই জাহান্নাম থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.