চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকার চাইলে আলোচনা করতে রাজি আছেন বলে জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার সকালে রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক দেখা করে চলে যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো আমার কাছে আসছে। আমি কারো কাছে যাচ্ছি না। সেক্ষেত্রে সরকার যদি চায়, তবে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে আলোচনায় বসেছি, সেভাবেই সরকারের সঙ্গে বসতেও রাজি আছি।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দেশে অশান্তি কমবে বলে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকালীন অশান্তির চেয়ে আমার কাছে প্রধান নির্বাচন উত্তর অশান্তি। আগামী প্রজন্মের কাছে কোন বাংলাদেশ দেবো, তা নির্ভর করছে এর ওপরেই।
এ সময় তিনি ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দলকে সমঝোতায় বসে দীর্ঘস্থায়ী শান্তির প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।