আমাদের কথা খুঁজে নিন

   

হাজারো খারাপ খবররে ভীড়ে একটি সুসংবাদ ডেনমার্কে রপ্তানি হচ্ছে আরও একটি জাহাজ

লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি
তিন ঘণ্টায় ২৫টি মিষ্টি খেয়েছিলাম: তানজিকা চিন্তা করেন ২৫ টা মিষ্ট খাইয়া খুশি কতো। এই কথা আবার আমগোরে শুনাইতে হৈবো। ভুদাই যানি কোনহাঙ্কার দু:খিত , এবার মূল খবরে আসি ডেনমার্কে রপ্তানি হচ্ছে আরও একটি জাহাজ ............. বাংলাদেশে তৈরি হওয়া আরও একটি জাহাজ রপ্তানি হচ্ছে ডেনমার্কে। কাল শনিবার চট্টগ্রামের ড্রাই ডক ইয়ার্ডে ডেনমার্কের স্টিলা শিপিং কোম্পানির কাছে ‘স্টিলা মুন’ নামের এই জাহাজ হস্তান্তর করা হবে। এটা হবে বাংলাদেশে তৈরি অষ্টম জাহাজের রপ্তানি।

আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়ে লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. তারিকুল ইসলাম, পরিচালক ফাহমিদা বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববাজারে প্রায় ৪০ হাজার কোটি ডলারের ছোট জাহাজের চাহিদা রয়েছে। এ চাহিদার সামান্য পরিমাণও দেশীয় জাহাজশিল্প খাত ধরতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।

এ জন্য দরকার সরকারের উদ্যোগ ও অবকাঠামোগত উন্নয়নে নীতিমালা। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্টিলা মুনসহ এ পর্যন্ত আটটি জাহাজ বিদেশে রপ্তানি করেছে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড। এ জাহাজটিতে একই সঙ্গে কনটেইনার ও খোলা পণ্য পরিবহন করা যাবে। জাহাজটির ধারণক্ষমতা দুই হাজার ৯০০ টন। .............. আমাদের দেশ অনেক এগিয়ে গেছে।

এখন আমরা ৩ ঘন্টায় ২৫ টা মিষ্টি খেতে পারি পাশাপাশি আমাদের তৈরি জাহাজ এখন ইউরোপে যাচ্ছে। এভাবেই আমাদের জয় যাত্রা অব্যহত থাকবে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.