এক জন পুরুষ যতই সাহসী ও শক্তিশালী হোক না কেন তার জন্য একটি নারীই যথেষ্ট্য।
যুদ্ধাপরাধীর সাজা ৬৫ বছর পর!
৬৫ বছর পর জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক যুদ্ধাপরাধীর বিচার করা হলো। ১৯৪৪ সালে নেদারল্যান্ডসে তিন বেসামরিক লোককে হত্যার দায়ে জার্মান নাৎসি বাহিনীর ওয়াফেন এসএস দলের এক সদস্যকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ৮৮ বছর বয়ষ্ক ওই যুদ্ধাপরাধীর নাম হেনরিখ বোয়ের।
জার্মানিতে জন্ম নেওয়া এবং নেদারল্যান্ডসে বেড়ে ওঠা বোয়ের এসএস-এ যোগ দেন ১৯৪০ সালে।
নাৎসি বাহিনী নেদারল্যান্ডস দখলের পর বোয়েরে ঠাণ্ডা মাথায় তিনজনকে হত্যা করেন। যুদ্ধ শেষে ১৯৪৭ সালে একটি যুদ্ধশিবির থেকে পালিয়ে যান বোয়ের। তারপর গত ছয় দশক আইনের ধরাছোঁয়ার বাইরে থেকেছেন তিনি। ১৯৭৬ সাল থেকে বোয়ের জার্মানির একটি কয়লাখনিতে কাজ নেন।
১৯৪৯ সালে নেদারল্যান্ডসের আমস্টার্ডামে যুদ্ধাপরাধীদের বিচার চলাকালে বোয়েরের অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
পরে এ সাজা যাবজ্জীবনে নামিয়ে আনা হয়। ১৯৮০ সালে নেদারল্যান্ডস সরকার বোয়েরকে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালায়। কিন্তু জার্মানির নাগরিকদের অন্যদেশে হস্তান্তরে আদালতের একটি আদেশের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। ২০০৩ সালে নেদারল্যান্ডস তার সাজা কার্যকরের নতুন উদ্যোগ নেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।